Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংস্কৃতিক সংগঠন

শিক্ষা                                                        শান্তি                                                            প্রগতি

 

সা-রে-গা-মা শিল্পী গোষ্ঠী

দূর্গানগর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

স্থাপিত সালঃ --ইং

অবস্থিত স্থানঃ

.... একটি বিশাল গ্রাম এখান কার মানুষ সকল প্রকার  সংস্কৃতি ও খেলাধুলা অংশ গ্রহন করেন।  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। পাখির কলতানে এখানে ভোর হয়। কোকিলের কুহু কুহু ডাকে ভরে উঠে বসন্তের দুপুর। গোধুলী বেলায় রাখাল গরুর পাল নিয়ে ফেরে তার আপন ঠিকানায়। বর্ষায় নদীনালা, খাল-বিল জলে থৈ থৈ করে। বিলে ঝিলে ফুটে থাকে শাপলা। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর পুকুর ভরা মাছ এ এলাকার চিরন্তন বৈশিষ্ট। প্রকৃতি অপরুপ শোভা মন্ডী এমন একটি সমৃদ্ধ এলাকায় ---ইং সালের কোন এক মহাক্ষণে এখানে গড়ে উঠেছে এই সুনাম ধন্য প্রতিষ্ঠানটি। শিশু, কিশোর-কিশোরীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ দিন ধরে সংগঠনটি সংগীত চর্চায় ব্রত থাকলেও তা মেলে ধরার সুযোগ করে দিয়েছে বেশ কয়েকবার বাংলাদেশ বেতার রাজশাহী। সা-রে-গা-মা শিল্পী গোষ্ঠীর শিশু, কিশোরদের নিয়েই ধীরে ধীরে পথ চলা। বর্তমানে বাংলাদেশ বেতার রাজশাহীতে নিয়মিত শিল্পী হিসেবে ০৭ (সাত) জন ছেলে-মেয়ে গান গেয়ে চলছে এবং বাংলাদেশ বিটিভিতে ০১ (এক) জন শিল্পী রয়েছে উক্ত প্রতিষ্ঠানের