Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তথ্য ও সেবা কেন্দ্র কী

তথ্য ও সেবা কেন্দ্র কী ?

# ইউআইএসসি হলো ইউনিয়ন পরিষদভিত্তিক একটি অত্যাধুনিক তথ্য ও সেবা কেন্দ্র। স্থানীয় জনগণ সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই তথ্যকেন্দ্র থেকে অবাধে উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে জীবিকাভিত্তিক তথ্য ও বিভিন্ন সেবা সংগ্রহ করতে পারবে।

 

# ইউআইএসসি হলো একটি ‌"পাবলিক সার্ভিস ডেলিভারী চ্যানেল" । অথ্যার্ৎ স্থানীয় জনগোষ্ঠী ইউআইএসসির মাধ্যমে সরকারি সকল তথ্য ও সেবা দ্রুত ও সহজে পেতে সক্ষম হবে।

 

# পর্যায়ক্রমে ইউআইএসসি হয়ে উঠবে একটি "ওয়ান স্টপ সপ" যেখানে সরকারি- বেসরকারি সকল তথ্যসেবা পাবার সুযোগসহ ধাপে ধাপে তা হয়ে উঠবে একটি স্থানীয় জ্ঞানভান্ডার।

 

# ইউআইএসসির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং পরিচালনার দায়িত্ব ইউনিয়ন পরিষদ ও স্থানীয় দুই জন উদ্যোক্তার।

 

# ইউআইএসসির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনঅংশগ্রহণের বিষয়টি নিশ্চত করতে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে "ইউআইএসসি ব্যবস্থাপনা কমিটি" গঠন করা হয়েছে।

 

# এককথায়, ইউআইএসসি হলো "সরকারি-বেসরকারি-জনগণ-এর অংশীদারিত্বমূলক" (Public-Private-Peoples Partnership)  একটি প্রতিষ্ঠান।