নারায়ন দেব ও দূর্গাদেবী স্টে এর মালিক ছিলেন নারায়ন দেব। তাঁর দুই ছেলের মধ্যে একজন জগবন্ধু তালুকদার এবং অন্যজন দীনবন্ধু তালুকদার। এরা দীর্ঘদিন জমিদারী করেছেন। এদের প্রয়ানের পর জগবন্ধু তালুকদারের পুত্র অজিত কুমার তালুকদার এবং দীনবন্ধু তালুকদারের পুত্র পূর্ণানন্দ তালুকদার জমিদারী চালান। বর্তমানে এই জমিদার পরিবারের একজন উত্তরাধীকারী জীবিত আছেন এবং বাংলাদেশে এই ষ্টেটের পার্শবর্তী একটি স্থানে অবস্থান করছেন। তিনি পূর্ণনন্দ তালুকদারের কন্যা আগমনী তালুকদার। লোকমুখে শোনা যায় জমিদার নারায়ন দেব তার সহধর্মিনী দূর্গাদেবীর নামানুসারে এই অঞ্চেলের নাম করন হয় দূর্গানগর। অবশ্য এই নামকরন নিয়ে মতবিরোধও আছে। কেউ কেউ বলেন এই অঞ্চলে একসময় অধিক দূর্গাপূজা হতো। তাই এই এলাকার এমন নামকরন। তবে আমার মনে হয় প্রথম কারনটিই যুক্তিযুক্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS