গত ২৫ জুন ২০১২ সারাদেশে একযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়েবপোর্টাল উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরে প্রধান মন্ত্রীর একান্ত সচিব এন আই খান স্যার দেশের চারটি জেলার সাথে একযোগে ভিডিো কনফারেন্সের মাধ্যমে পোর্টাল সম্পর্কে এবং ইউআইএসসির অগ্রগতি ও নানাবিধ বিষয় সমুহ নিয়ে কথা বলেন। আমাদের সেৌভাগ্য যে চারটি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলাো ছিল। ডিসি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলার সকল ইউএনও স্যারগণ এবং বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস